আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪২
বিডি দিনকাল ডেস্ক :- রাত পোহালেই তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে শেরপুর জেলা নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কদিন ধরেই উত্তাপ চলছে শেরপুর জেলায়। লাগামহীন বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। জনসভায় দেওয়া এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার নকলা উপজেলার উরফা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রেজাউল হক হীরার জনসভার একটি বক্তব্য ভাইরাল হয়েছে।
জনসভায় বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক হীরা বলছেন, ‘মার্কা আমার নৌকা। গতবার আধা ঘণ্টার ভোটে চেয়ারম্যান হয়েছি। এবার ভোট করব মাত্র পাঁচ মিনিট।’বুজতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি ।
ওই জনসভাতেই তার পুত্র সিয়াম ইমতিয়াজ হুংকার দিয়ে বলেছেন, ভোটের দিন নৌকায় ভোট না দিলে পাঁচ বছর এলাকায় থাকা যাবে না। শান্তি চাইলে ভোট দেবেন নৌকায়।
বুধবার উরফা এলাকার মারমাইসা দাখিল মাদ্রাসায় রাতে এক জনসভায় মাইকে পিতাপুত্র এমন বক্তব্য দিয়েছেন।
অপর দিকে নালিতাবাড়ী উপজেলার মেয়র আবু বকর বাক্কার ৩-৪ দিন আগে এক জনসভায় বলেছেন, বাঘবের ইউনিয়নে নৌকা ছাড়া কোনো এজেন্ট থাকতে দেওয়া হবে না।
এ বিষয়ে নৌকার প্রার্থী রেজাউল হক বলেছেন, বিরোধীরা গুজব ছড়াচ্ছেন। আমার বক্তব্য এডিট করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেছেন, ওসব নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |