আজ ৩১ জুলাই ২০২১(শনিবার) সকাল ১১:৩০ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। ৩১ জুলাই, ১৯৯৪ খ্রিঃ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি ।
পুলিশের এ সদস্য ২ এপ্রিল, ১৯৭৪ খ্রিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার খাসহাওলা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাজারবাগে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় দাফনসহ অন্যান্য কার্যক্রম চলমান।