আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৫
রাজধানীর কাকরাইল মোড় এলাকায় বাসের ধাক্কায় আহত এক পুলিশ কনস্টেবল চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম মো. আরিফুল ইসলাম (৪২)। তিনি কুষ্টিয়ার কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ঢাকায় হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখিয়ে পুলিশ লাইন হাসপাতালে ওষুধ নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ যায় তার।
নিহতের বোন মর্জিনা বেগম জানান, আমার ভাই ঢাকায় হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখিয়ে পুলিশ লাইন হাসপাতালে ওষুধ নেয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে কাকরাইল মোড়ে একটি বাস আমার ভাইকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় প্রথমে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |