আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪২
বিডি দিনকাল ডেস্ক :-গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার হেমায়েতপুরে ইউনিয়নের নাজিরপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি হলেন, হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুর আলীর ছেলে শামীম হোসেন (৩২)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরের একটি চায়ের দোকানে নৌকার পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, তার মামাতো ভাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীমসহ ১০/১২ জন চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা করে ও গুলি চালায়। এ সময় শামীম গুলিবিদ্ধ হয়ে এবং আরও কয়েকজন আহত হয়। শামীমকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘোড়া মার্কা প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী সাংবাদিকদের বলেন, এই ঘটনার সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। রিকশা প্রতীকের আরেক পরাজিত প্রার্থী তরিকুল ইসলাম নিলুর সঙ্গে ঝগড়ার ফলশ্রুতিকে এই হত্যাকাণ্ড।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের গুলিতে হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম হোসেন মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |