আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৬
কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র প্রতিনিধি:-অবশেষে হোয়াইট হাউজে প্রবেশ করলেন জো বাইডেন। তার কাছে হোয়াইট হাউজ নতুন কিছু নয়। চার বছর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই সাদা বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন। চার বছর পর সেই মানুষটিই একই বাড়িতে প্রবেশ করলেন প্রেসিডেন্ট হিসেবে। এর আগে বুধবার দুপুর ১২ টার কিছু আগে শপথ নেন জো বাইডেন। শপথ নেওয়ার পর উদ্বোধনী বক্তব্যে বাইডেন সব আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেছেন। যদিও তার প্রতিদ্ব›িদ্ব ট্রাম্পের সমর্থকরা এখনো ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে মানছেন। ফলে চারটি বছর বাইডেনের জন্য কঠিন চ্যালেঞ্জের হবে বলেই ধারণা করা হচ্ছে।
বুধবার ক্যাপিটলে এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল সাজ সাজ রব। গোটা ওয়াশিংটন ছিল নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে। অনুষ্ঠানে হাজির ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটনসহ দেশের সব বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের সূচনা হয় লেডি গাগার জাতীয় সংগীতের মাধ্যমে। এর পরই শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমে শপথ নেন কমলা হ্যারিস। তিনি পোডিয়ামে উঠতেই হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ক্যাপিটল। তাঁকে শপথ গ্রহণ করান আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি সনিয়া সোতোমেয়র। এর পরই পপ গায়িকা জেনিফার লোপেজ তাঁর ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গান গেয়ে উপস্থিত অতিথিদের মন মাতান। এর পরই প্রেসিডেন্ট পদে শপথ নেন জো বাইডেন। তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস। শপথ নিয়ে বাইডেন বলেন, “আজ গণতন্ত্রের দিন। ইতিহাস এবং আশার দিন।” তিনি আরও বলেন, “এক নতুন আমেরিকার উদয় হল। নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াল আমেরিকা।
এবার যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ঢুকলেন তাকে স্বাগত জানাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ইতোমধ্যেই তিনি ফ্লোরিডাতে চলে গেছেন। হোয়াইট হাউজে জো বাইডেনের প্রবেশ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ দু’সপ্তাহ আগে ক্যাপিটল হিলে সহিংসতার পর আজকের দিনটিতে কী হয় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর হয়েছে।
গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে হোয়াইট হাউজে প্রবেশ করেন বাইডেন। ক্যাপিটল ভবনে শপথ নেওয়ার পর প্রথমে শ্রদ্ধা জানাতে দেশটির জাতীয় সমাধিস্থলে যান বাইডেন। পরে হোয়াইট হাউসে প্রবেশ করে জো বাইডেন দাফতরিক কাজ শুরু করেন। হোয়াইট হাউজে অন্তত ১৫ টি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানিয়েছিল বাইডেন টিম। তিনি ক্যাপিটলে গিয়েই তিনটি নথিতে স্বাক্ষর করেন বলে জানা যায়। এছাড়া পোটাসে ও তিনি বার্তা প্রকাশ করেন। এদিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে হোয়াইট হাউস ছেড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাতে গিয়ে পৌঁছান। সেসময় সেখানে ট্রাম্পের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসির একটি গির্জায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় সস্ত্রীক যোগ দেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে আরো উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সিনেটর মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন দ্বিতীয় রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট। তার আগে ছিলেন ডেমোক্র্যাট জন এফ কেনেডি। ১৯৬৩ সালে আততায়ীদের গুলিতে কেনেডি নিহত হওয়ার পর এই গির্জাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল।
হোয়াইট হাউজে কমলা হ্যারিস বাইডেনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস। সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। এটি এক ঐতিহাসিক ঘটনা। কারণ তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত। তার আগে আরো ৪৮ জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সবাই পুরুষ। “ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি হয়তো প্রথম নারী, তবে আমি শেষ নারী নই। যেসব ছোট্ট নারী শিশু এই অনুষ্ঠান দেখছে তারা দেখছে যে আমেরিকা হচ্ছে সম্ভাবনার এক দেশ,” নির্বাচনে বিজয়রে পর একথা বলেছিলেন কমালা হ্যারিস। শপথ নেওয়ার আগে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন যে তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি বলেছেন: “আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।” বিকেল ৪টার পর তিনি সপরিবারে হোয়াইট হাউজে প্রবেশ করেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে হোয়াইট হাউজে প্রবেশ করেন কমলা। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, কাজ করার জন্যই তার এই হাঁটা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |