আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪২
শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বে বুধবার (১৭ এপ্রিল ২০২৪) মনোনয়ন দাখিলকৃত ২২ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
যার মধ্যে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজালাল এর প্রয়োজনীয় কাগজপত্র ও জামানত না থাকায় ও বর্তমান ভাইস চেয়ারম্যান আঃ মান্নান বেপারীর ঋন খেলাপী থাকায় রিটানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান এ দুইজনের মনোনয়নপত্র বাতিল করেছেন। এদিকে নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মামুন সিকদার এর স্টান্ডার্ড চার্টার ব্যাংকের ক্যাডিট কার্ডে ঋন থাকায় মনোনয়নপত্র বাতিল করেছেন। তবে নড়িয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান একেএম ইসমাইল হক এর বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ মার্চ নড়িয়া থানার এফআইআর নং ৮,৯ ও ১০ সহ তিনটি মামলার আসামীর অভিযোগ রয়েছে। তিনি তার হলফনামায় উক্ত মামলার বিবরণ উল্লেখ না করে তথ্য গোপন করেছেন। শরীয়তপুর কোর্ট ইনসপেক্টর মোঃ আলমগীর হোসেন মনোনয়নপত্র বাছাইকালে স্বশরীরে উপস্থিত হয়ে আপত্তি জানানোর পরেও রিটানিং কর্মকর্তা তা আমলে না নিয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন। এনিয়ে অন্যান্য প্রার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অন্যান্য প্রার্থীরা জেলা প্রশাসকের নিকট উক্ত মনোনয়নপত্র বাতিলের জন্য আপিল করার প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা ভেদরগঞ্জ ও নড়িয়া আঃ মান্নান বলেন, মনোনয়নপত্র বাছাইকালে পুলিশ কর্মকর্তা অভিযোগ তুলে ধরলেও স্বাক্ষরিত কোন ডকুমেন্ট দেখাতে পারেনি বলে আমি মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছি। তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, শরীয়তপুরে প্রথম ধাপে ভেদরগঞ্জ ও নড়িয়া দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
যার মধ্যে ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।
ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে (৪জন); বর্তমান চেয়ারম্যান, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম, সখিপুর থানা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইউনুছ সরকার, সাবেক ছাত্রনেতা শাহাজাল মনোনয়ন পত্র জমা দেন।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে (৫জন); বর্তমান ভাইস- চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, সমাজ সেবক আজহারুল ইসলাম সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সমাজ সেবক মোঃ আজহারুল ইসলাম গাজী, সমাজ সেবক মোঃ ফয়সাল আহমেদ মোল্লা মনোনয়ন পত্র জমা দেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে (৪জন); বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চিনু বেগম, নারীনেত্রী আফসানা আহমেদ, সমাজ সেবিকা মিসেস রোকসানা বেগম মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে, নড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
নড়িয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে (৩জন); বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম ইসমাইল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, নড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি মামুন সিকদার (ভিপি মোস্তফা) মনোনয়ন পত্র জমা দেন।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে (৩জন); বর্তমান ভাইস- চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির উজ্জামান, মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর ফকির মনোনয়ন পত্র জমা দেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে (৩জন); বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সুলতানা রাজিয়া মনোনয়ন পত্র জমা দেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |