আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৭
বিডি দিনকাল ডেস্ক : ১০ই ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চায় বিএনপি। তবে আইনশৃঙ্খলা বাহিনী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি। গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার ১১ দিন আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড়।
এদিকে গতকাল সোমবার থেকে বিকল্প ভেন্যুর চিন্তাও করছেন দলটির শীর্ষ নেতারা। সংঘাত ও চলমান ধরপাকড় এড়ানোসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কৌশলের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প ভেন্যু চেয়েছেন তারা। নয়াপল্টনের বিকল্প ভেন্যু হিসেবে আরামবাগ চায় বিএনপি।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন আগামী ১০ই ডিসেম্বর বিএনপি মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না । সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম প্রস্তাব বিএনপি এখনো করেনি বলেও জানান তিনি। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
সূত্র জানায়, যে কোনো মূল্যে ১০ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় দলটি। নয়াপল্টনে অনুমতি না থাকায় আরামবাগ সিএনজি পাম্পের সামনের সড়কে সমাবেশ করতে চায় দলটি। গত রোববার বিকেলে এবং আজ মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সংঘাত ও চলমান ধরপাকড় এড়াতেই নয়াপল্টনের বিকল্প ভেন্যুর এই প্রস্তাব দেয় তারা।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |