আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫৭
বিডি দিনকাল ডেস্ক :গণতন্ত্র পুনরুদ্ধারের দা্বিতে রাজধানীতে পদযাত্রার চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের উদ্যোগে রাজধানীতে চারদিন এই কর্মসূচি হবে।
আজ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘ এই পদযাত্রা হবে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই কর্মসূচি হবে। আমরা আশা করবো, সকলে এতে সহযোগিতা করবেন এবং জনগন স্বতোস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ গ্রহন করবে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রথম পদযাত্রা আগামী ২৮ জানুয়ারী ২০২৩ শনিবার, দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু ভ্যালী থেকে শুরু হয়ে রামপুরা আবুল হোটেল এর সামনে গিয়ে শেষ হবে।
দ্বিতীয় পদযাত্রা আগামী ৩১ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার, দুপুর ২টায় গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে-মাজার রোড-মিরপুর ১নং হয়ে মিরপুর ১০নং গোলচত্ত্বর গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম পদযাত্রা আগামী ৩০ জানুয়ারী ২০২৩ সোমাবার, দুপুর ২টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল হইতে জুরাইন রেলগেইট গিয়ে শেষ হবে।
দ্বিতীয় পদযাত্রা আগামী ১ ফেব্রুয়ারী ২০২৩ বুধবার মুগদা কমলাপুর স্টেডিয়াম হইতে বিশ^রোড হয়ে একই রাস্তায় মালিবাগ কাঁচাবাজার গিয়ে শেষ হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান,দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু , ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিনের সদস্য সচিব রফিকুল আলম মজনু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, মহানগর বিএনপির ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল,শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মতস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |