- প্রচ্ছদ
-
- অপরাধ
- ১১ বিঘা জমি হতে আফিমের মূল উপাদান বিপুল পরিমাণ পপি গাছ ও পপি ফল উদ্ধার
১১ বিঘা জমি হতে আফিমের মূল উপাদান বিপুল পরিমাণ পপি গাছ ও পপি ফল উদ্ধার
প্রকাশ: ৮ মার্চ, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট :- র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকার ১১ বিঘা জমি হতে আফিমের মূল উপাদান বিপুল পরিমাণ পপি গাছ ও পপি ফল উদ্ধার এবং ০৫ জন আফিম উৎপাদনকারী গ্রেফতার করেছে র্যাব।
স্থানীয় এলাকাবাসী জানায় এই কৃষকরা বেশী মুল্যে পপি ফুল বিক্রির জন্য কয়েকজন চাষি ১১ বিঘা জমিতে পপি গাছ লাগিয়েছিলেন। কয়েকটি বেসরকারি টিভিতে প্রচারের পর র্যাবের নজরে আসলে ঔই জমি থেকে গাছ গুলো নষ্ট করে দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পপি গাছের ফুল দিয়ে আফিম, কোকেন, ও হেরোইনের মত নেশা জাতীয় উপাদান তৈরি হয় বলে জানা গেছে। এর চাষ করা বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।
উপজেলা কৃষি৷ কর্ম কর্তা কায়সার আহমেদ জানালেন যে আমরা শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
কৃষক তৈমুদ্দীন জানালেন যে আমরা জানিনা এটা দিয়ে মাদক তৈরি করা যায়, জানিনা। আমরা আর এটার আবাদ করবোনা।
Please follow and like us:
20 20