আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৩
ফুলগাজী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ফুলগাজী উপজেলা বিএনপি দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করে তারা। এর পর একইস্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ইউনিয়ন আওয়ামী লীগ। তারা সেখানে সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী মিছিল-সমাবেশের ডাক দেয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম ও সহকারী পুলিশ সুপার (সদর) থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ইস্কান্দারিয়া মাদরাসা ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে।
এ ছাড়া দলীয় কর্মসূচিতে যোগ না দিতে বিএনপি নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়। এ ছাড়া পুরো এলাকায় সরকার দলীয় ক্যাডাররা অস্ত্রসহ মহড়া দিচ্ছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা ১৪৪ ধারা জারি করে বিএনপিকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম বলেন, তিনি ঢাকায় রয়েছেন। কর্মসূচি সম্পর্কে তিনি অবগত নন।
অপর দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুরে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়ি ‘মিন্টু গার্ডেনে’ বুধবার সকালে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।
তার ছোট ভাই, উপজেলা বিএনপির সভাপতি মো: আকবর হোসেন এ তথ্য জানিয়ে অভিযোগ করেন, সকাল থেকেই সরকার দলীয় ক্যাডাররা পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে অস্ত্রসহ মহড়া দিচ্ছে। দলীয় কর্মসূচিতে যোগ না দিতে নেতা-কর্মীদের বাড়ি-ঘরে গিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তার বাড়ি মিন্টু গার্ডেন ও আশপাশের এলাকায় সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগের কর্মীরা। এদিকে জেলা সদর ও ছাগলনাইয়ায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |