- প্রচ্ছদ
-
- অপরাধ
- ১৫২৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ
১৫২৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ
প্রকাশ: ২৪ জুন, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ
চট্টগ্রামের চকরিয়ায় ১৫২৮ পিস ইয়াবাসহ একজন বাস যাত্রীকে আটক করেছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ। ২৪ জুন ২০২৩খ্রিঃ বিকাল ০৩:২০ ঘটিকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লক্ষ্যারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার মোঃ হুমায়ুন কবির (৪০)।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ-লাইন যাত্রীবাহী বাসের যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই(নিঃ)/ খোকন কান্তি রুদ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত বাস যাত্রীকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি ১৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please follow and like us:
20 20