আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৪
রাজধানীর রামপুরায় আত্মহত্যার চেষ্টার সময় এক ছাত্রলীগ নেতাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে রামপুরা থানা পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রলীগ নেতার নাম খালিদ সাইফুল্লাহ। তিনি রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, খালিদ সাইফুল্লাহ বিবাহিত। কিন্তু বিবাহিতদের ছাত্রলীগ করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় খালিদ বিষয়টি প্রকাশ করেননি। সম্প্রতি বৈবাহিক সম্পর্কের বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে তার বিরুদ্ধে নির্যাতনসহ নানা অভিযোগে মামলা করেন স্ত্রী। ওই মামলায় দুই দফায় গ্রেপ্তার হন খালিদ। দ্বিতীয়বার কারাগার থেকে বের হয়ে রোববার রাতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার ইঙ্গিত দিয়ে খালিদ সাইফুল্লাহর করা ফেসবুক লাইভের লিংকটি পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তারা।
খালিদ গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছিলেন। সরাসরি আমরা গিয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। ছেলেটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |