বিডি দিনকাল ডেস্ক:- টঙ্গী পশ্চিম থানা কর্তৃক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে হইতে সকাল ০৮:৫০ ঘটিকার সময় ০৬(ছয়) লক্ষ টাকার ২০ কেজি গাঁজা প্রিমিও গাড়ি সহ উদ্ধার।০৩ (তিন) জন মাদক কারবারি (১) সোহরাব হোসেন(৩০) পিতা আব্দুল মান্নান গ্রাম: যৌপুরাহাট, থানা ও জেলা: রাজবাড়ী।(২) রফিকুল ইসলাম(৪২) পিতা আহসানুল্লা গ্রাম: খাসকাওলি মধ্যজোত পাড়া, থানা :চৌহালী জেলা: সিরাজগঞ্জ। (৩) সাইফুল ইসলাম(২২) পিতা: অহিদ মিয়া গ্রাম:নয়নপুর, থানা :মাধবপুর জেলা: হবিগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়।