আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৪
বিডি দিনকাল ডেস্ক :- ১-১ গোলে শেষ হলো নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ও শেষ হবার উপক্রম। সবাই যখন টাইব্রেকারের মানসিক প্রস্তুতি নিচ্ছিলো, র্ঠিক তখনই গোল করে বসলো ইউক্রেন। অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে সুইডেনকে হারিয়ে দিলেন আর্তেম দোভবিক। মঙ্গলবার রাতে গ্লাসগোর হ্যাম্পডন পার্কে ২-১ গোলের নাটকীয় জয়ে সুইডিশদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ইউক্রেন।
ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় সুইডেন। প্রথম ভালো সুযোগটি অবশ্য পায় ইউক্রেন। একাদশ মিনিটে কাছ থেকে রোমান ইয়ারেমচুকের নেয়া নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রবিন ওলসেন। ১৮তম মিনিটে সুযোগ পান ফর্সবার্গ।
সতীর্থের ক্রস ডি-বক্সে লাফিয়ে ঠিকমতো হেড করতে পারেননি তিনি। পরের মনিেিট ডি-বক্সে আলেকজান্ডার ইসাকের শট লক্ষ্যে থাকেনি।
২৭তম মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডান দিক থেকে আন্দ্রে ইয়ারমোলেঙ্কোর ক্রসে বাঁ পায়ের ভলিতে জাল খুঁজে নেন আর্তেম দোভবিক।
বিরতির দু’মিনিট আগে সমতায় ফেরে সুইডেন। প্রায় ২৫ গজ দূর থেকে ফর্সবার্গের বাঁ পায়ের জোরালো শট প্রতিপক্ষে এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্যবশত গোল পায়নি ইউক্রেন। আট গজ দূর থেকে সিদরচুকের শপ পোস্টে লাগে।
৬৬তম মিনিটে দেজান কুলুসেভস্কির শট ঝাঁপিয়ে ঠেকান ইউক্রেনের গোলরক্ষক। খানিক বাদে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে ফর্সবার্গের জোরালো শট ক্রসবারে লাগে।
নির্ধারিত সময়ের শেষ দিকে ভালো একটি সুযোগ পান কুলুসেভস্কি। ডি-বক্সে তার শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার।
৯৯তম মিনিটে বড় ধাক্কাটা খায় সুইডেন। প্রতিপক্ষের আর্তেম বেসেদিনকে মারাত্মক ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন মার্কাস দানিয়েলসন। পরে ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।
ওই সুযোগ কাজে লাগায় ইউক্রেন। ১২০ মিনিটের পর তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে জয়সূচক গোল। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন আর্তেম।আগামী শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |