শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের কৃতিসন্তান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আব্দুল আলীম বেপারী জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০ টায় কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) ড. মশিউর রহমানের
আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা আলহাজ্ব আব্দুল আলীম বেপারী জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেন। ২১ সেপ্টেম্বর থেকে তার দায়িত্ব পালন করা হবে বলেও জানান তিনি।
এদিকে, ৩য় বারের মতো আলহাজ্ব আব্দুল আলীম বেপারী জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) ড. মশিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু ও পালং-জাজিরা’র সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে তাঁকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী সহ নানান শ্রেণী পেশার মানুষ।