আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
বিডি দিনকাল ডেস্ক :- ভানুকা রাজাপাকসে তখন ১৪ রানে। আফিফ হোসেনের ওভারে রাজাপাকসের ক্যাচ ফেলেন লিটন দাস। ৩০তম জন্মদিনে লিটনের কাছ থেকে যেনো জন্মদিনের ‘উপহার’ পেলেন রাজাপাকসে। জীবন পেয়ে রাজাপাকসে খেললেন ৩১ বলে ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস। লঙ্কানদের জয়ের আরেক নায়ক চারিথ আসালাঙ্কার ক্যাচও মিস করেন লিটন।মোস্তাফিজুর রহমানের বলে লিটন ক্যাচ করার সময় আসালাঙ্কার রান ছিল ৬৩। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্য মাঝে কঠিন হলেও লিটনের দুই ক্যাচ মিসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লঙ্কানরা।
১৭২ রানের বড় লক্ষ্য টপকাতে গিয়ে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা।
বিশ্বকাপে অভিষেক ম্যাচে বোলিং ওপেন করেন নাসুম আহমেদ। প্রথম ওভারের চতুর্থ বলে কুশল পেরেরাকে (৩ বলে ১ রান) বোল্ড করে সাজঘরের পথ ধরান নাসুম। সেখান থেকে ৬৯ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও আসালাঙ্কা। এক ওভারেই সাকিব ফেরান নিশাঙ্কা (২১ বলে ২৪ রান) ও আভিস্কা ফার্নান্ডোকে (০ রান)।
শ্রীলঙ্কার লক্ষ্য ১৭২
গুরুত্বপূর্ণ সময়ে ছন্দে ফিরলেন মুশফিকুর রহীম। খেললেন ৩৭ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। চারে নেমে অপরাজিত ইনিংস খেলার পথে হাঁকান ২ ছক্কা ও ৫ বাউন্ডারি। ইনিংস ওপেন করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়া নাঈম শেখ পেলেন টানা দুই ফিফটি। নাঈমের ৫২ বলে ৬২ রান এবং মুশফিকের ঝোড়ো ইনিংসে ৪ উইকেটে ১৭১ রানে থামে বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ১৭২ রান।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। আগের তিন ম্যাচের ব্যর্থতা ভুলে ওপেনিংয়ে শুভ সূচনা করেন নাঈম শেখ ও লিটন দাস। তবে ইনিংস বড় করতে পারেননি লিটন। ১৬ বলে ১৬ রানে ফেরেন লিটন। ৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। চলমান আসরে উদ্বোধনী জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। তিনে নেমে আগ্রাসী শুরু করেছিলেন সাকিব আল হাসান। বেশিক্ষণ টেকেননি টাইগার অলরাউন্ডার। ৭ বলে ১০ রানে ফেরেন সাকিব। তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন নাঈম-মুশফিক। বিশ্বকাপে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ফেরেন নাঈম। ৫২ বলে ৬২ রান করেন এই বাঁহাতি ওপেনার। পাঁচে ব্যাট করতে নেমে ঝড় তুলতে পারেননি আফিফ হোসেন (৬ বলে ৭ রান)। মুশফিকের সঙ্গে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ (৫ বলে ১০ রান)।
বাংলাদেশ সুপার টুয়েলভে উঠেছে ঘাম ঝরিয়ে। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম পর্ব পেরিয়েছে দাপুটে তিন জয়ে। প্রথম পর্বের সবকিছুই এখন অতীত। নতুন শুরুর আশায় সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা আবার এক স্পিনারের পরিবর্তে খেলাচ্ছে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোকে। টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দাশুন শানাকা বোলিং নিলেন। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টসে জিতলে প্রথমে ব্যাট করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহীম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (কিপার), শেখ মেহেদি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ:
কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্ডো।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |