আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৯
ডেস্কঃ- খেলা চলাকালে মাঠে আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ম্যাচের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে বিসিবি। সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ককে।
ম্যাচ রেফারি মোর্শেদ চৌধুরীর রিপোর্টের ভিত্তিতে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করে বিসিবি। সন্ধ্যায় সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদ সম্মেলনে সাকিবের নিষেধাজ্ঞার কথা জানান।
ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি ক্রিকেটে শুক্রবার অবিশ্বাস্য আচরণ করেন সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক একবার লাথি মেরেছেন স্টাম্পে। এই সময়ে আম্পায়ারের সঙ্গে ক্ষিপ্তভাবে কথা বলতে দেখা গেছে সাকিবকে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছেড়ে যাওয়ার আগে স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন সাকিব। কিছুক্ষণ পর অশালীন ভঙ্গি করেন আবাহনী ড্রেসিংরুমের দিকে। সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন তেড়ে আসেন। আঙুল উঁচিয়ে সুজনের সঙ্গে বিতর্কে জড়ান সাকিব। ম্যাচ রেফারি তার রিপোর্টে সাকিবের শাস্তির সুপারিশ করেন। মাঠে বিতর্কিত আচরণের পর ফেসবুকে ক্ষমা চান সাকিব। তবে শাস্তি এড়াতে পারলেন না তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |