পোস্টারে আওয়ামী লীগ ও যুবলীগের দায়িত্বশীল নেতাদের সাথে নাঈম আহমেদের ছবিও দেখা গেছে। এসব পোস্টারে নাঈমকে গাছা থানা যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নাঈম আহমেদের বাড়ি স্থানীয় কুনিয়া পাচর মোতালেব মার্কেট এলাকায়। তার বাবার নাম রঞ্জু আহমেদ।
জিএমপি ডিবি পুলিশ জানায়, মাদক কারবারি নাঈমের বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ কে এম কাউসার চৌধুরীর নেতৃত্বে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান।
এ সময় ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাঈমকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ৪০০ পিছ ইয়াবার মূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়। এ ব্যাপারে বুধবার রাতেই জিএমপির গাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, নাঈম যুবলীগের নাম ভাঙ্গিয়ে নির্বিঘ্নে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।