আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৮
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে সরকারী কর্মচারীদের মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবী পূরনের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খাঁন, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা আসাফ উদ-দৌলা মাসুম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি (পাবলিক হেলথ) মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি (ছাগল খামারের স্টাফ) আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (প্রাণী সম্পদ অধিদপ্তর) ইকবাল হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক (মৎস্য অফিস) মোঃ আব্দুল মালেক, সহ-সাধারন সম্পাদক সেলিম হোসেন, গনপূর্ত অধিদপ্তরের আমির হোসেন, ইকবাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক (রেজিস্ট্রি অফিসের) রবিউল ইসলাম, কৃষি অফিসের আনোয়ারুল ইসলাম সাচ্ছু ও শহিদুল ইসলাম। আলোচনা শেষে নেতৃবৃন্দ ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজার কাছে পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবী পূরনের জন্য।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |