- প্রচ্ছদ
-
- অপরাধ
- ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ পিকআপ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ
৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ পিকআপ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ
প্রকাশ: ২৪ জুন, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
কুমিল্লার চান্দিনায় ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ একজন পিকআপ চালককে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ২৪ জুন ২০২৩খ্রিঃ সকাল অনু: ০৭:৫০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে করা হয়।
আটককৃত হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কমলাপুর এলাকার কবির হোসেন (২৪)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে মাধাইয়া বাসস্ট্যান্ড নামক স্থানে একটি পিকআপ যাহার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো-ন-১১-২১৮৯ এর চাকা বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই(নিঃ)/মোহাম্মদ আবু সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ পিকআপটি দেখে পিকআপের কাছে এগিয়ে গেলে পিকআপ চালক পিকআপটি রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করেন। পরবর্তীতে পিকআপ চালককে জিজ্ঞাসাবাদে সে চুপচাপ থাকায় সন্দেহ হওয়ায় পিকআপটি তল্লাশি করে ৬০(ষাট) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please follow and like us:
20 20