আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি-:- দীর্ঘ ছয় বছর পর জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার। জেলা নেতৃত্ব নির্বাচনে ডোপ টেষ্টের (মাদকাশক্ত কিনা) মাধ্যমে নেতা নির্বাচনের সিন্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন উপলক্ষে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর শাহ জালাল মুকুল।
গত রোববার বিকাল সন্ধ্যায় ওই মত বিনিময় সভায় তিনি বলেন, আগামি মঙ্গলবার বেলা তিন টায় জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তিনি ওই মত বিনিময় সভায় বলেছেন, জয়পুরহাটে আগামি দিনে স্বেচ্ছাসেবক লীগের যারা জয়পুরহাটের নেতৃত্বে আসবেন তাদেরকে অবশ্যই সৎ যোগ্য এবং মাদকমুক্ত ত্যাগী নেতা হতে হবে। এ জন্য জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য যারা কাউন্সিলে প্রার্থী হবেন তাদের ১০ জনকে ঢাকায় ডোপ টেষ্ট, অর্থাৎ মাদকাশক্ত কিনা তা পরীক্ষা করানো হয়েছে। নেতৃত্বে আসতে হলে অবশ্যই তাদের মাদকমুক্ত হতে হবে। স্বেচ্ছাসেবক লীগে কোন মাদকাশক্তের স্থান হবে না। বঙ্গবুন্ধ স্বাধীনতার পর বাংলাদেশে মদ জুয়া নিষিদ্ধ করে ছিলেন। কিন্তু জিয়াউর রহমান তা চালু করেন।
তিনি আরও বলেন, ডোপ টেষ্টের মাধ্যমে আগামি দিনে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপন্থিত থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ এবং জজয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম, আব্দুর রাজ্জাক, তানভীর শাকিল জয় এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এবং জয়পুরহাট ১ আসনের সাংসদ সামছুল আলম দুদুসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু । জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ ই এম মাসুদ রেজা সভাপতিত্ব করবেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত জানান গত ২০১৫ মালের ২২ জুন ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দেশে করোনার জন্য সম্মেলন অনুষ্ঠিত হতে কিছুটা বিলম্ব হলো। সম্মেলনে জেলার ২২৫ জন কাউন্সিলর অংশ নিবেন বলে তিনি জানান।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |