আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৪
শরীয়তপুর প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুর জেলার জাজিরায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। রবিবার (২ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সময় মতো ভোটার হওয়া প্রত্যেক নাগরিকের অধিকার ও দায়িত্ব। সঠিক সময় ভোটার হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’। এ সময় নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের বিষয়ে সচেতন করা হয় এবং সবাইকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |