আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৬
নিজস্ব প্রতিবেদক:ঢাকা জেলার আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নিয়োগ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। ছাত্র জীবনে এন্টি আওয়ামী পন্থী ছাত্র সংগঠনের জড়িত থাকার কথা জানিয়েছেন ছাত্রদলের সাবেক নেতারা। সামাজিক মাধ্যমে দেয়া পোষ্টে নেতারা লিখেন, ছাত্রদল করার কারনে ডাবলুকে হল থেকে বের করে দিয়েছিল তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। ডাবলু কোন দিনই ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো না। চাকরি কালীন সময়ে ডাবলুকে বিএনপি ঘরানার হিসেবে চিহ্নিত করে কম গুরুত্বপূর্ণ জায়গায় পোষ্টিং দিয়ে রাখা হয়।
সামাজিক মাধ্যমে দেখা গেছে তৎকালীন ছাত্র দলের সভাপতি সুলতানা সালাউদ্দিন টুকুসহ ছাত্র দলের ডজন খানেক সাবেক ছাত্র নেতারা পোষ্ট দিয়ে ডাবলুকে এন্টি আওয়ামী এবং ফ্যাসিবাদ বিরোধী কর্মকর্তা হিসেবে আখ্যা দেন। একটি পোষ্টে পুলিশ সার্ভিস এর সভাপতি নিজেই ডাবলুকে ফ্যাসিবাদ বিরোধী কর্মকর্তা হিসেবে চিহ্নিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, ওসি ডাবলু সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এজন্য তিনি একটি পক্ষের প্রতিহিংসার শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমের গুজব ছড়িয়ে ডাবলুকে সাবেক ছাত্রলীগ বলে প্রচার এবং আওয়ামী এমপি নজরুল ইসলামের প্রত্যয় এর ঘটনাটি চাকরি রক্ষার কৌশল বলে জানিয়েছেন ডাবলুর সাবেক সহপাঠীরা। এছাড়া পুলিশ সার্ভিসে ডাবলু বিএনপি ঘরানার লোক বলেই পরিচিত।
উল্লেখ্য গত ২ মার্চ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ মনিরুল হক ডাবলু পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |