আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৩
রাজধানীর লালমাটিয়ায় দুই নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে স্থানীয়দের সঙ্গে উত্তেজনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ ও তার অপসারণ দাবি করা হয়েছে। বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফরম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে গতকাল বিকালে লালমাটিয়া আড়ংয়ের পেছনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সঙ্গে, ‘অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি, আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকারসহ অনেকের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় লালমাটিয়া আড়ংয়ের পেছনের মাঠে একটি চায়ের দোকানে দুই তরুণী ধূমপান করায় তাদের ওপর চড়াও হয় একটি লোক। পরে তারা মব সৃষ্টি করে একপর্যায়ে মারধর ও নানাভাবে লাঞ্ছনা করে ওই তরুণীদের। এ ঘটনা জানাজানি হওয়ার পর ফেসবুকে অনেকে প্রতিবাদ জানান। এর পরিপ্রেক্ষিতে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা বাধা দেয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল। পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করবো, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’ লামিয়া ইসলাম বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের মধ্যদিয়ে ‘মবের’ উস্কানিদাতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নন। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে। এ সময় তারা বলেন, জুলাই আন্দোলনের পর থেকে আমরা নারীরা নিরাপদ নয়। তাই আমরা চাই না এই জাহাঙ্গীর আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকুক। আমরা চাই না তাকে। এরপর জাতীয় সংসদ ভবনের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।সূত্র :মানবজমিন
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |