আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০০
মোহাম্মদ শরীফুল ইসলাম :- টাঙ্গাইলের সখিপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সখিপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহত তরুণীর নাম রুমা আক্তার (৩০)।তিনি শহরের মিলপাড় এলাকার নাসির উদ্দিনের স্ত্রী। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রুমা তার ৩ বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌর শহর থেকে বাসায় ফিরছিলেন। পথিমধে্য মিলপাড়ে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়।সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন রুমার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল। আশপাশের লোকজন আহত রুমাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের ২ যুবককে আটক করেছে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির বলেন, খবর পেয়ে নিজেই তাৎক্ষণিক অভিযানে যাই। ইতিমধ্যে ২ যুবককে আটক করা হয়েছে। তাদের নিয়ে মালামাল উদ্ধারে অভিযান চলছে।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |