আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৫
আপনার রক্তের গ্রুপ কী, তা দেখেই নাকি বোঝা যাবে স্ট্রোকের ঝুঁকি কত! শুনতে অবাক লাগলেও গবেষকরা এমনটাই বলছেন। গবেষণা অনুযায়ী, যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের কম বয়সে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। অন্যদিকে যাদের রক্তের গ্রুপ এবি, বি বা ও গ্রুপের থাকে তাদের ক্ষেত্রে এই প্রবণতা অনেকটাই কম থাকে। ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায়, জিনোমিক্স গবেষকরা A1 সাবগ্রুপ এবং স্ট্রোকের জিনের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক উন্মোচন করেছেন। গবেষকরা ৪৮টি জেনেটিক অধ্যয়ন থেকে তথ্য সংকলন করেছেন, যার মধ্যে প্রায় ১৭ হাজার জন স্ট্রোক এবং প্রায় ৬ লক্ষ নন-স্ট্রোক ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে ছিল।গবেষণায় দেখা গিয়েছে, এ গ্রুপের লোকেদের ৬০ বছরের আগে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। প্রায় ১৬ শতাংশ। তুলনায় অনেক কম থাকে ও গ্রুপের। স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে ১২ শতাংশ। এবি গ্রুপের ১১ শতাংশ।
আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত গবেষণাপত্রে এই কথা বলেছেন। গবেষক স্টিভেন জে কিটনার জানিয়েছেন, অল্পবয়সি ছেলেমেয়েরা ইদানীং অনেক বেশি হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এ জন্য বেশিরভাগেরই মৃত্যু হচ্ছে। যারা সেই ধাক্কা সামলে উঠছেন, তাদের মধ্যে অনেকের শারীরিক দক্ষতা আগের তুলনায় কমে যাচ্ছে। শরীরে জড়তা আসছে। রক্তনালি দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমান ভাবে পৌঁছায় না, তখনই স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। এমনটা হয়, যখন রক্তনালি ফেটে গিয়ে রক্তপাত হয় কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী সূক্ষ্ম রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায়। মস্তিষ্কের কোন স্থানে স্ট্রোক হয়েছে এবং রোগীকে কত ক্ষণ পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে— এই সব বিষয়ের উপর রোগীর শরীরে স্ট্রোকের কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করে। কিন্তু কেন এই রোগে অল্প বয়সে আক্রান্ত হয় মানুষ? তার অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে কোন রক্তের গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকি থাকে আক্রান্ত হওয়ার। সবচেয়ে কম দেখা যায় বি গ্রুপের। ৬০ বছর হওয়ার আগে, এদের স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে মাত্র ১০ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৮ লাখের কাছাকাছি মানুষ স্ট্রোকের কবলে পড়েন এই ঘটনাগুলির বেশিরভাগই – প্রতি চারটির মধ্যে তিনটি – ৬৫বছর বা তার বেশি বয়সী লোকেদের মধ্যে ঘটে। ৫৫ বছর বয়সের পরে ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। গবেষণায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা উত্তর আমেরিকা, ইউরোপ, জাপান, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারী , অ-ইউরোপীয় ছিলেন মাত্র ৩৫ শতাংশ অংশগ্রহণকারী।আরও বৈচিত্র্যময় নমুনা সহ ভবিষ্যতের অধ্যয়ন ফলাফলের তাত্পর্য স্পষ্ট করতে সাহায্য করতে পারে।
সূত্র : সায়েন্স এলার্ট
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |