আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫২
তিনি পরিবর্তন আনতে এখানে এসেছেন। প্রয়োজনে কাছের লোককেও সেই বার্তা পাঠাতে ভুলবেন না। ৬ মার্চ উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার বৈঠকে সেকথা আরো একবার স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প সেখানে স্পষ্ট করেছেন, ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) নয়, নিয়োগ এবং বরখাস্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিভাগীয় প্রধানরা। ডজ শুধুমাত্র একটি উপদেষ্টার ভূমিকা পালন করতে গঠন করা হয়েছে, মাস্কের ভূমিকা কেবলই পর্যবেক্ষকের বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এভাবেই তিনি মাস্ক এবং ডজের মধ্যে সূক্ষ্ম সীমারেখা টেনে দিলেন। মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে মাস্কের যে আক্রমণাত্মক হাবভাব দেখা গিয়েছে, সেটাকে ভালোভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। আর তাই তার গতিবিধিতে টেনে দিলেন লক্ষ্মণরেখা। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, মাস্ক ফেডারেল কর্মচারীদের তাদের কাজের ন্যায্যতা দিতে বলেছিলেন। এই পদক্ষেপটি প্রশাসনের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছিল, কিছু মন্ত্রিপরিষদ সদস্য কর্মীদের ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। বৈঠকের সময়, ট্রাম্প তার শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে আশ্বস্ত করেন। সেইসঙ্গে বুঝিয়ে দেন মাস্ক উপদেশ দিতে পারেন, কিন্তু তিনি একতরফা সিদ্ধান্ত নিতে পারবেন না। দুই প্রশাসনিক কর্মকর্তা পলিটিকোকে এ খবর দিয়েছেন। মাস্ক প্রেসিডেন্টের নির্দেশ মেনে নিয়েছেন বলে জানা গেছে। তিনি স্বীকার করেছেন যে, ডজ কিছু ভুল করেছে।
এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, বিলিয়নেয়ার মাস্ক আলোচনাটিকে ‘খুবই ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। ক্ষমতা পেয়েই দেশের ব্যয় কমাতে উঠেপড়ে লেগেছিলেন মার্কিন ধনকুবের। তার ডিপার্টমেন্ট ডজ- এর থেকে সরকারি কর্মীদের কাছে কাজের জবাবদিহি চেয়ে ইমেইল যায়। সরকারি কর্মীদের ছাঁটাই করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন আমেরিকার প্রায় ২৩ লক্ষ সরকারি কর্মী। মাস্কের এমন হঠকারী সিদ্ধান্তে আদালতের দ্বারস্থ হন সরকারি কর্মীদের একাংশ। গত মাসের শেষে স্বস্তি পান তারা। আদালতে ধাক্কা খায় ট্রাম্প সরকারের সিদ্ধান্ত ।সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সম্প্রতি সিএনএনকে বলেছেন যে, সরকারী চাকুরীদের বিষয়ে চূড়ান্ত বক্তব্য মাস্ক নয়, মন্ত্রিপরিষদ সচিবদের দেওয়া উচিত। মাস্ক ৫ মার্চ সিনেট রিপাবলিকানদের সাথে বন্ধ দরজার পিছনে সাক্ষাত করার পরে গণ ছাঁটাইয়ের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার পরে উদ্বেগ আরও বেড়ে যায়। দোলাচলের মধ্যেই মাস্কের ডানা ছাঁটলেন ট্রাম্প।
সূত্র : ইন্ডিয়া টুডে
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |