আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন ড. জিয়াউদ্দীন হায়দার। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে ড. জিয়াউদ্দীন হায়দারকে মনোনীত করা হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে ড. জিয়াউদ্দীন হায়দার একজন অভিজ্ঞ ব্যক্তি। বিশেষ করে টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন উদ্যেগের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এ পর্যন্ত এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৩৫টির বেশি দেশে কাজ করেছেন।
ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের হয়ে স্বাস্থ্য, পুষ্টি এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রসহ একাধিক ক্ষেত্রে কাজ করেছেন ড. হায়দার। এছাড়া নানা সামাজিক ক্ষেত্র সহ একাধিক ক্ষেত্রে নীতিগত পরামর্শমূলক পরিষেবা, গবেষণা, প্রোগ্রাম ব্যবস্থাপনা এবং অংশীদারিত্ব গঠনে তার বিশেষ দক্ষতা রয়েছে।
তার কাজ স্বাস্থ্য, পুষ্টি, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন প্রশমন এবং টেকসই জীবিকা নির্বাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এর আগে বাংলাদেশে ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে দায়িত্বপালন করেছেন ড. হায়দার। এছাড়াও কর্মময় জীবনে থাইল্যান্ডের খাদ্য ও কৃষি সংস্থা, কানাডায় অসুস্থ শিশুদের জন্য হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। টরন্টো বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং অস্ট্রিয়ার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায়ও ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন ড. হায়দার।
এছাড়াও পাবলিক হেলথ নিয়ে কাজ করেছেন এই ব্যক্তিত্ব। ডল্লা লানা স্কুল অব পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অব টরন্টো, ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব কাইনেসিওলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটি গেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ-এ অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। হায়দার একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ছিলেন।
সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি মহামারীবিদ্যায় পিএইচডি লাভ করেন তিনি। ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকস এর ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। পুষ্টি বিষয়ে তিনি বিস্তর লেখালেখি করেন। বর্তমানে তিনি লস বানোসে অবস্থিত ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |