আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৭
সারিয়া চৌধুরী, লাকসামঃমাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস) ও দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগি সংগঠন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) লাকসাম ফুড ল্যান্ড রেস্টুরেন্টে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমদের সঞ্চালনায় ও পিএফজির সাবেক এম্বাসেডর, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার হামিদ, পিএফজি এম্বাসেডর সিরাজুল হক, নাজমুন নাহার নুপুর, লাকসাম থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাসুদুর রহমান, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, সহিদুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন বাবুল, ওমর ফারুক।
সম্প্রীতি সমাবেশ শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- পিএফজি সদস্য প্রভাষক আহসান হাবিব এবং মোনাজাত পরিচালনা করেন- লাকসাম ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার। অনুষ্ঠানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সকল সদস্য, সাংবাদিক, স্টুডেন্ট কমিউনিটির শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |