আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫২
বিডি দিনকাল ডেস্ক : ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার) ২২:৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এর একটি টহল দল দক্ষিণখান থানার কাওলা এলাকা থেকে চাঁদাবাজি, অপহরণ, খুনের চেষ্টা ও রাজনৈতিক সংক্রান্ত ১৩ টি মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত দেলোয়ার বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সে ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন সিনিয়র নেতার আশ্রয় পশ্রয়ে পুরো কাওলা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে এমন অভিযোগ এসেছে এলাকার ভুক্তভুগি মানুষের পক্ষ থেকে ।
পুলিশের নাকের ডগায় নানা অপরাধ কর্মকান্ড করে বেড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় হয় নাই । অবশেষে সেনা বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । এতে এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে আসে ।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে স্থানীয়দের নিকট হতে প্রায়শই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দক্ষিণখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |