আজ বৃহস্পতিবার | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৬
রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ৫৯৬০ পিস বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- সোনা আলী (৫৮) ও মোঃ আমান উল্লাহ (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় দারুসসালাম থানাধীন পর্বত সিনেমা হল সংলগ্ন হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য পর্বত সিনেমা হল সংলগ্ন হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি সোনা আলী ও মোঃ আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৮৮ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২১ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৯ অপরাহ্ণ |