আজ মঙ্গলবার | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:১৬
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র শ্বাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আজ রোববার ৬ এপ্রিল ২০২৫ ভোর রাত ৩ টা ৪৫ মিনিট বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন
তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক জনাব তারেক রহমান ও মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মহান আল্লাহ যেন তাদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করুন।
আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য মায়ের অসুস্থতার খবর পেয়ে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন মরহুম কোকোর স্ত্রী সরমিলা রহমান।
আজ সকালে তার বড় মেয়ে জাহিয়া রহমানও লন্ডন থেকে ঢাকায় আসেন।
সামিলা রহমান-এর পিতা ১৮ মার্চ ২০১৭ মরহুম এমএইচ হাসান রাজা ইন্তেকাল করেন.
এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৭ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৩ অপরাহ্ণ |