আজ বুধবার | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩১
বিডি দিনকাল ডেস্ক ঃ- বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি।
গ্রেফতারকৃতরা হলো- ১। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), ২। উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও ৩। আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি।
ডিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:২৫ ঘটিকায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল আজ রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।
ডিবি সূত্রে আরো জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৮ অপরাহ্ণ |