আজ বুধবার | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৩
বৈশাখী আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের সংস্কৃতির ঐহিত্যের অংশ’ বলে মন্তব্য করেছেন সালাহ উদ্দিন আহমেদ।
সোমবার বিকালে রমনা পার্কের শতায়ু প্রাঙ্গনে(রানী মঞ্চ) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা হাজার দর্শক শ্রোতাদের ‘বাংলা নববর্ষের শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা’ জানিয়ে তিনি বলেন, ‘‘ আমাদের এই বৈশাখি শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পহেলা বৈশাখের শোভাযাত্রা আমাদের এই সংস্কৃতির ঐহিত্যের অংশ… সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা.. আমাদের সংস্কৃতির অংশ। বাংলার বৈশাখি মেলা, বাংলার তালপাতার পাখা এবং বাঁশি এটি আমাদের সংস্কৃতি।”
‘‘ আমরা পান্থা ভাত খেয়েছি, আমরা ইলিশ মাছ খেয়েছি… আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি… এটিকে কেউ যেন পণ্য চর্চার খোঁজে কেউ না নিয়ে যায়…আমরা বাংলাদেশের মানুষ সকল নাগরিক সাংবিধানিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই…আমরা এদেশের এই ভূকন্ডের সংস্কৃতিকে হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে লালন করব, পালন করব… এগিয়ে নিয়ে যাবো।”
সালাহ উদ্দিন বলেন, ‘‘ এর মধ্যে দিয়ে যে সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনু্প্রবেশ ঘটিয়েছিলো তাদেরকে আমরা সেই সংস্কৃতি থেকে ঝিটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব।”
‘‘ আমরা এভাবে আমাদের এই দেশে সমস্ত ঐতিহ্যকে ধারণ করবেন, লালন করবেন, ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন… এটা আমাদের অনুরোধ আমাদের আহ্বান থাকবে।”
‘বৈশাখে বিএনপির বার্তা’
সালাহ উদ্দিন বলেন, ‘‘ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাদেশে আজ একদম আড়ম্বরপূর্ণভাবে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়, মহানগর এবং কেন্দ্র পর্যন্ত পহেলা বৈশাখ আমাদের ঐহিত্যকে ধারণ করে যেভাবে আমরা পালন করছি তার মধ্য দিয়ে একটি ম্যাসেজ জাতির কাছে আমরা দিতে চেয়েছি… সেটা হলো এই বাংলাদেশের আঞ্চলিক ভৌগোলিক-প্রাকৃতিক-অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেই বাংলা সনের প্রচলন হয়েছিলো সেই বাংলা সন হিজরি সনের সাথে মিল রেখে সম্রাট আকবরের সময়ে মুসলিম ঐতিহ্যে যেটা প্রচলন করা হয়েছিলো।”
‘‘ আমি বলতে চাই না এটা একেবারে শুধু মুসলমানদের জন্য অনুসরণীয় কোনো সংস্কৃতি। আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশের ভেতরে এই ভৌগোলিক সীমা রেখায় যারা আমরা বাংলাদেশী সকলের আমরা সর্ববো ধর্মাবলম্বী, সকল রকমের শ্রেনী-গোত্র-পেশা-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলাদেশের সিটিজেন হিসেবে এই সংস্কৃতিকেই আমরা সার্বজনীনভাবে পালন করব… অতীতে যা আমরা পালন করতাম। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।”
‘মঙ্গলশোভাযাত্রা একটি জনগোষ্ঠির সংস্কৃতি’
সালাহ উদ্দিন বলেন, ‘‘মঙ্গলশোভাযাত্রা, মঙ্গলঘট, মঙ্গল সেইসব সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠি, ধর্মীয় গোষ্ঠির সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব।
”এই ভূখন্ডের, এই বাংলাদেশের হাজার বছরের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি সেই সংস্কৃতি বৃহত্তর জনগোষ্ঠির সংস্কৃতি। যে স্বতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের যে সংস্কৃতি তাকে বিকৃতি ও বিস্মৃত করতেই মঙ্গল শোভা যাত্রার প্রচলন করেছিলো ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ।”
তিনি বলেন, ‘‘ যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পুরানিক, পৌত্তলিক, জাগতিক বর্হিভূত অতি জাগতিক সংস্কৃতি চর্চা শুরু করতে চেয়েছিলেন সেটা জাতি গ্রহন করেনি।‘আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্ত হয়েছে’।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘ বাংলাদেশে সকল জনগোষ্ঠির সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতা-শ্রমিক-সংস্কৃতিজীবী সকল জনগোষ্ঠি অংশ গ্রহনের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিন এশিয়ার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্ত হয়েছে।”
‘‘ শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লীতে… আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লীতে।”
সালাহ উদ্দিন বলেন, ‘‘ আমরা কি ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি।”এসময়ে উপস্থিত নেতা-কর্মীরা উচ্চ কন্ঠে জবাব দেয় ‘না’।
পরে জাসাস শিল্পীরা দেশাত্মবোধক, পল্লীগীতিসহ বিভিন্ন গান পরিবেশন করেন।
জাসাস নেতা ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব জাকির হোসেন রোকেন, সহসভাপতি লিয়াকত আলী,,জাসাসের সা্বেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীসহ জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৮ অপরাহ্ণ |