আজ রবিবার | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৮
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা ।
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে মিছিলে অংশ নেন শতাধিক মানুষ। মিছিলটি হাউজ বিল্ডিং এলাকা ঘুরে জসিমউদদীন এভিনিউয়ে যায়। সেখান থেকে রাজলক্ষ্মীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
আয়োজকরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যপারে অন্তর্বর্তী সরকারের কোনো রকম কঠোর তৎপরতা দেখা যাচ্ছে না। যার কারণে প্রায়ই তারা জনসমক্ষে মিছিল করছে রাজধানীসহ বিভিন্ন জায়গায়। এসব অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ছাত্র-জনতা।
এ সময় দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে আজ উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
জুলাই অভ্যুত্থানের উর্বর ভূমি উত্তরায় গণহত্যায় জড়িত কাউকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলেও জানান তারা৷
আওয়ামী লীগের বিক্ষোভের কারণে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার কারণে আজ বিকেলে ‘জুলাইয়ের যুদ্ধক্ষেত্র উত্তরার মাটিতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে’ উত্তরার বিএনএস সেন্টারে বিক্ষোভ–মিছিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য আজ শুক্রবার সকালে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিল করা হয়।উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার নেতৃত্ব এইবিক্ষোভ মিছিল হয়।এমন একটা মিছিল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে । আওয়ামীলীগ সরকারের পতনের পর এই প্রথম ব্যানারে বিমানবন্দর সড়কে মিছিল করলো নেতাকর্মীরা ।
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২১ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪০ অপরাহ্ণ |