আজ রবিবার | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৪
রাজধানীর উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ভাঙচুর-লুট এবং অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বেসরকারি একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।পরে ম্যানেজার মো. রিয়াজুল ইসলামকে উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বিমানবন্দর উপজেলার রামপটি গ্রামের কাজী সালামের ছেলে কাজী জোবায়ের এবং শরিয়তপুরের ডামুড্যা উপজেলার চর নারায়ণপুর গ্রামের নান্নু মিয়া ছৈয়ালের ছেলে আবির হাসান।
কাজী জোবায়ের উত্তরা ৭ নম্বর সেক্টর এবং আবির তুরাগের পাকুরিয়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬ /এ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে থাকা বায়োটেক করপোরেশন নামের একটি মেডিকেটেড কসমেটিকস প্রতিষ্ঠানে ভাঙচুর এবং ম্যানেজার অপহরণের ঘটনা ঘটে।
পরে রাতে উদ্ধার হওয়ার পর ম্যানেজার রিয়াজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
ওই মামলায় অনধিকার প্রবেশ করে মিথ্যা পরিচয় দিয়ে চাঁদা দাবি, মারধর, চুরি ও অপহরণের অভিযোগ আনা হয়।
মামলায় গ্রেপ্তার দুজনসহ আরও ১১ জনের নাম উল্লেখ করে এবং ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বায়োটেক করপোরেশনের স্টাফ মো. শামীম হোসেন বলেন, ‘অফিস থেকে ম্যানেজারকে নিয়ে যায়। সেই সঙ্গে আমাদের মোবাইল ফোনও নিয়ে যায়।
উত্তরা ৬ নম্বর সেক্টরে নিয়ে গেছে শুনে সেখানে গেলে, তারা আমাকেও আটকে ফেলে। আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর চালায়। ড্রয়ারে থাকা তিন লাখের মতো টাকা নিয়ে যায়। আমি ব্যাংকে গিয়েছিলাম। এসে এ ঘটনা শুনতে পাই।’
অপহরণের শিকার হওয়া ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রথমে দুজন আসে। পরে আরও ১৫ থেকে ২০ জনের মতো আসে। তারা ব্যবসার আগ্রহ প্রকাশ করেন। তখন তাদের বলি, যদি ব্যবসা করতে হয়, আমাদের স্যারেরা আছেন।
ওনাদের সঙ্গে কথা বলেন। পরে তারা চেয়ারম্যান ও এমডি স্যারের ছবি দেখিয়ে বলে—ওনারা কই? ওনাদের খুঁজতে আসছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।’তিনি বলেন, ‘তখন আমি তাদের বলছি—স্যারের ছোট বোন মারা গেছেন, তিনি সেখানে গেছেন।
তখন ওই দুজন ফোন দিয়ে আরও লোকজন নিয়ে আসে। তারা দরজায় আঘাত করে অফিসে ঢুকেই সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে, ডিভিআর ভাঙচুর করে।
ক্যাশে তিন লাখ টাকার মতো ছিল সেগুলো নিয়ে যায়। সবগুলো মোবাইল ফোন আর একটি ল্যাপটপ নিয়ে নেয়। তারপর আমাকে অফিস থেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায়।তারপর জমজম টাওয়ারে ওখান থেকে কালো একটি গাড়িতে করে ৬ নম্বর সেক্টরে নিয়ে যায়।’
ম্যানেজার আরও বলেন, ‘তখন তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন—‘তোর স্যারকে ফোন দে। বল—আমাদের ১০ কোটি টাকা দিতে।’
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘বায়োটেক করপোরেশনের ম্যানেজারকে অপহরণের খবর পাই বিকেল ৩টার দিকে। তারপর আমরা ঘটনাস্থলের ও আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখি। ফুটেজ দেখে আমরা কয়েকজনকে শনাক্ত করতে পারি।’
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২১ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪০ অপরাহ্ণ |