আজ মঙ্গলবার | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৭
খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান মিলেছে। এসময় আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, চাঁদার রসিদ, ইউনিফর্ম, নানান দলিল-দস্তাবেজ উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, ইউপিডিএফের প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমার অস্থায়ী গোপন আস্তানা ছিল এটি। অভিযান টের পেয়ে তারা আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। সোমবার অপহৃত ৫ শিক্ষার্থীর সন্ধানে ভোর ৫টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারিপাড়ায় যৌথ বাহিনী অভিযান চালালে ইউপিডিএফের এ গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে ভাইবোনছড়ার পূর্ণচন্দ্র কারবারিপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় সাধারণ ঘরের মতোই একটি ঘর দেখতে পান তারা। কিন্তু ঘরের দরজায় তালাবদ্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হয় এবং পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙে ঘর তল্লাশি চালানো হয়। এতে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, চাঁদার রসিদ, ইউনিফর্ম, বই, ল্যাপটপ, মোবাইল, ইউনিফর্মসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে অপহৃত শিক্ষার্থীরা বিজু উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি বেড়াতে যান। সেখান থেকে গত মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে তারা দীঘিনালা হয়ে খাগড়াছড়ি আসেন। পরে গাড়ির টিকিট না পাওয়ায় তারা শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক এলাকায় বন্ধুর বাসায় রাতযাপন করেন। ১৬ই এপ্রিল সকাল ৭টার গাড়ির উদ্দেশ্যে তারা অটোরিকশা টমটমে করে জেলা সদরের গিরিফুল নামক এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য রিশান চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তাদের বহনকৃত টমটম অটোরিকশা চালককেও অপহরণ করা হয়েছে।
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২২ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪১ অপরাহ্ণ |