আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০০
টাঙ্গাইল প্রতিনিধি,মো.শরীফুল ইসলাম:- টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করার অভিযোগে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ জুন) দুপুরে হাসপাতালটিতে অভিযান চালিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম তাদের কারাদণ্ড প্রদান করেন।
টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকার শফিকুল ইসলাম, ১৫ দিন; একই এলাকার তারেক, কোদালিয়া এলাকার পল্লব চন্দ্র, দেলদুয়ার উপজেলার পরাইখালী গ্রামের রাকিব সিকদার ও কালিহাতী উপজেলার ভূক্তা এলাকার নাহিদ হাসানকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে হাসপাতালের বাইরে অবস্থানকালে তাদের আটক করা হয়।
সহকারী কমিশনার খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ও স্বজনদের নানাভাবে হয়রানি এবং প্রতারণা করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |