আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫২
বিশেষ প্রতিনিধি কুয়েত :- ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকেলেও, বাংলাদেশি অধ্যুষিত কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া শপিংমলসয় অন্নান্য বাণিজ্যিক ব্যবসায়িক প্রতিষ্টান গুলোতে নেই ভিড়। প্রায় ক্রেতাশূন্য মার্কেটে বেচাকেনার করুণ দশায় ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্দ দেশ হিসেবে অন্যতম সেরা দেশ কুয়েত। বর্তমানে করোনা মহামারিতে বিপর্যস্ত দেশটির অর্থনৈতিক উন্নয়ন। এর প্রভাব পড়েছে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের ওপরও। করোনার দ্বিতীয় ঢেউয়ে আরোপিত বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেশে চলে গেছেন অনেকেই।প্রতিষ্ঠিত অনেক ব্যবসায়ী কুয়েত ছেড়ে দুবাই ,কাতার সহ অনেক দেশে স্থানান্তর করে ব্যবসা শুরু করছেন । সেই দেশ গুলোতেও তারা ভালো নেই ।এমনটা জানিয়েছেন কুয়েতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এজন প্রবাসী বাংলাদেশী ।বর্তমাণে অবস্থান করছেন আরব আমিরাতে ।।
কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া শপিংমলসহ কুয়েত সিটির বাংলাদেশী নানা দোকান , সুখ সাবাহ .সুখ জুম্মাহঃ(ফ্রাইডে মার্কেট) ,ফরোয়ানিয়ার নানা মার্কেট ,ফাহিল সিটির মার্কেট ,মরু অঞ্চলে অবস্থিত ওয়াফ্রা ও সোলাইবিয়া সবজির মার্কেট গুলো বাংলাদেশিদের অত্যন্ত পছন্দের মার্কেট। এখানে বিক্রেতাদের অধিকাংশই বাংলাদেশি। একটা সময় ক্রেতাদের ভিড় ছিল যে মার্কেট গুলিতে, এখন অনেকটাই ক্রেতাশূন্য।
অন্যদিকে কুয়েতে কিছু বাংলাদেশী সুদী,হুন্ডি ব্যবসায়ীরা এই মন্দা অবস্থাকে পুঁজি করে অনেক নিরীহ ব্যবসায়ীকে জিম্মি করে ফেলেছে।এই সব অসাধু ব্যবসায়ীরা কম্বেলা কাগজে সাক্ষর করে নিয়ে টাকা লগ্নি করে ।এতেই সাধারণ ব্যবসায়ীরা বাংলাদেশি অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পরে ।আজ অনেক ব্যবসায়ী এক প্রকার শুন্য হয়ে পড়েছে ।নিদারুন কষ্টের মধ্যে রয়েছে তারা ।এই দূর অবস্থা থেকে পরিত্রান কবে পাবে মানুষ ।
দোকান ভাড়া পরিশোধ ও শ্রমিকদের বেতন ভাতা দিতেও হিমশিম খাচ্ছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। তবে দ্রুত করোনা মহামারি কাটিয়ে কুয়েতের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গতিশীল হয়ে ওঠবে এমনটাই আশা বাংলাদেশী ব্যবসায়ীদের ।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |