আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৮
বিডি দিনকাল ডেস্ক :- আগামীকাল ৬ আগস্ট শুক্রবার সাবেক নৌ বাহিনীর প্রধান ,সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী ।যথাযত ভাবগাম্বীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হবে ।সকালে বনানীতে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ ,এবং বিশেষ প্রার্থনা ও সেই সাথে কোরআন খতমও কোরআন খানির মধ্যে দিয়ে দিনটি শুরু হবে । দিনটি পালনের জন্য দেশ ও বিদেশে সপ্তাহব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
এ উপলক্ষে আগামীকাল জুম্মার নামাজের পর ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে । মসজিদ সমূহ হলো ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ ,সোবহানবাগ জামে মসজিদ,আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদ ,হাইকোর্ট মাজার জামে মসজিদ ,বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ,ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ ,ধানমন্ডি তাকওয়া জামে মসজিদ ,গুলশান আজাদ মসজিদ ,গুলশান গাউসুল আজম জামে মসজিদ ,মহাখালী ডিওএইচএস জামে মসজিদ ,মুমিন জামে মসজিদ ,হযরত আবুবক্কর সিদ্দিক (রা:) জামে মসজিদ ,বায়তুল জান্নাত জামে মসজিদ ,বায়তুল করিম জামে মসজিদ ,পলাশ নগর জামে মসজিদ ,কালশী মসজিদ ,মসজিদুল হুদা ,হাফেজ আলী জামে মসজিদ ,এবং ভাসানটেক বাজার জামে মসজিদ । কোরোনাভাইরাস মোকাবেলায় এলাকাবাসীদের সচেতনতা বৃদ্দি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উল্লিখিত মসজিদ সমূহে বিশেষ আলোচনা করা হবে ।
স্বেচ্ছাসেবী সংস্থা সুরভী এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করেছে ।
ঢাকার বিভিন্ন এতিমখানায় সপ্তাহব্যাপী বিশেষ মোনাজাত ও কোরআন খানির আয়োজন করা হয়েছে ।এতিমখানা সমূহের মধ্যে রয়েছে ধানমন্ডি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ধানমন্ডি জামিয়া তালেমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা । এতিমখানা সমূহে কোরোনাভাইরাস প্রতিরোধকল্পে মাস্ক পরিধান , সাবান দিয়ে হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ সচেতনতামূলক উপদেশ ও আলোচনা করা হবে ।
মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহজালাল ( রা: ) ও হযরত শাহপরান ( রা:) এর দরগা শরীফে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে । এ উপলক্ষে বিরাহীমপুর জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে ।এই দিনটি স্মরণ করে তার পৈতৃক নিবাস দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে ।
বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগস্ট উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে । এছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ,পদ্মপাড়া কারিগরি এতিমখানা ,খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ,লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় সকাল থেকে দিনব্যাপী কোরানখানি ,দোয়া মাহফিল ,মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে ।মসজিদ ও এতিমখানা সমূহে কোরোনাভাইরাস প্রতিরোধকল্পে মাস্ক পরিধান ,সাবান দিয়ে হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দুরুত্ব বজায় রাখার জন্য বিশেষ আলোচনা করা হবে ।
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ কামাল (রা:)এর মাজার শরীফে এই দিনটি উপলক্ষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে ।
অন্যদিকে সৌদিআরবের জেদ্দায় দিনটি পালন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । সেই সাথে পবিত্র মক্কা ও মদিনা শরীফেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ।তাছাড়া বিশেষ ওমরাহ হজ্জ্ব পালন করা হবে । মধ্যপ্রাচের সকল দেশে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।
মাহবুব আলী খান স্মৃতি পরিষদ আজ যুক্তরাজ্যে মরহুমের কর্ম ও জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে । লন্ডনের ব্রিকলেন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে । এছাড়া লন্ডনের ফুডব্যাংকে দুঃস্থদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ এবং কোরোনাভাইরাস প্রতিরোধ মাস্ক এবং হ্যান্ড ওয়াশ বিতরণ করা হবে ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে এ উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ।
মালয়েশিয়ায় মাহবুব আলী খান স্মৃতি পরিষদ কুয়ালালামপুরে মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ।
মালয়েশিয়ার পুত্রজায়ায় পুত্র মসজিদ ,কুয়ালালামপুরে মাদ্রা দাতো কেরামত ,আমপাং জায়ায় মাদ্রাসা তাহফিজ এবং রাওয়াং-এ মাদ্রাসা তাহফিজ আল-মুসতাকিম দিনটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে ।
এদিকে পরিবারের পক্ষ থেকে বেগম মাহবুব আলী খান সকল বন্ধু-বান্ধব ,সহকর্মী ও শুভানুধ্যায়ীকে মরহুমের জন্য বিশেষ প্রার্থনা করার অনুরোধ করেছেন ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |