আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৪
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের ১০/১২জন নেতা কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। আহতাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। ফজলুর রহমান খোকন বলেন, রাজধানীর রুপনগরে আজ ছাত্রদলের একটি কর্মী সভা ছিলো। সেখানে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। এসময় আমাদের ১০/১২ নেতা-কর্মী আহত হয়েছে।
এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর থেকে দলীয় কার্যালয়ের চারপাশে ঘিরে রেখেছে পুলিশ। আমাদের অনেক নেতাকর্মী কার্যালয়ে অবরুদ্ধ রয়েছে।
এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
সন্ধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, আরিফুল হকসহ মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এর আগে বিকালে রূপনগরে কর্মী সম্মেলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহানগর পশ্চিমের সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক আকরাম আহম্মেদ, তাইফুর রহমান ফুয়াদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |