আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
কামরুল হাসান বাবলু :-আজ সকাল ৯ টার পর থেকে রাজধানীর দক্ষিণ খান কসাই বাড়ি রেল গেট এলাকায় চৈতি গার্মেন্টস শ্রমিকরা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় ।এই সময় রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ,আশপাশ দোকানদার এবং রাস্তার দুই ধারে বসতবাড়িতে আতঙ্ক বিরাজ করে ।
ট্রেড ইউনিয়নের কয়েক নেতাকে কুপিয়ে আহত করায় এর বিচারের দাবি ও বেতন ভাতার দাবিতে শ্রমিকরা রাস্তায় নামে।
রেল লাইনের পূর্ব দিকে দক্ষিণখান কোসাই বাড়ির মূল সড়কে গার্মেন্টস এর কয়েকশত শ্রমিক জড়ো হয়ে রেল লাইন পার হরে বিমানবন্দরের মূলস ড়কে প্রবেশের চেষ্টা করে । এই সময় দক্ষিণ খান থানা ,বিমানবন্দর ও উত্তরা পূর্ব থানা পুলিশ তাদেরকে নিবৃত রাখার চেষ্টা করে । কিন্তু শ্রমিকরা কোনো ভাবেই তাদের অবস্থান পরিবর্তন করতে চাইছে না ।এই অবস্থায় পুলিশ সম্মলিত ভাবে দক্ষিণ খান এর প্রধান সড়ক থেকে শ্রমিকদের সরাতে গিয়ে কোয়েরাউন্ড গুলি ও কাঁদোনি গ্যাস ছোড়ে । এক পর্যায়ে শ্রমিকরা প্রধান সড়ক ছেড়ে অলিগলি দিয়ে প্রবেশ করে আবারো রেলগেটের কাঁচা কাছি অবস্থান করে।
এই সময় শ্রমিকদের হাতে থাকা ব্যানারটি কেড়ে নিয়ে তাদেরকে চলে যেতে বলে ।কিন্তু শ্রমিকরা সেখানে অবস্থান করে স্লোগন দিতে থাকলে পুলিশ তাদেরকে মৃদু লাঠিচার্জ করে কাঁদোনি গ্যাস ছোড়ে । পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকে পুলিশের প্রতি । এক পর্যায়ে পুরো এলাকায় আবারো সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক বিরাজকরে ।
এদিকে শ্রমিকরা ওই এলাকায় টিকতে না পেরে দুপুরের দিকে কয়টি গার্মেন্টস এর সামনে এসে অবস্থান করে ।
উল্লেখ্য গত সপ্তাহে গার্মেন্টস টিতে সাধারণ শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে ভিতরে হৈচৈ শুরু করে । শ্রমিকদের পক্ষে থাকা ট্রেড ইউনিয়নের কয়েকজনের নেতার সাথে মালিক পক্ষের নেতার বাকবিতন্ডা হয় ।এই সময় শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করে ।
একপর্যায়ে মালিক পক্ষের লোকজন ইউনিয়ন নেতা কামরুল হাসান ,বাচ্চু মিয়া ও সবুজকে বাহির ডেকে নিয়ে কুপিয়ে আহত করে এমনটা জানিয়েছেন শ্রমিকরা ।
অন্যদিকে আহত শ্রমিকদের পক্ষ থেকে থানায় মামলা করেন কামরুল হাসান (৩৩),পিতা-আব্দুস সামাদ ।যার মামলা নং-১৬/১২/ ২০২২ ইং।এর আগে মালিক পক্ষের আরেক শ্রমিক মাসুদ মিয়া প্রায় ১৫ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন।এই মামলা নং-১৫/ ১২/২০২২ ইং ।
আহত শ্রমিক নেতার মামলায় আসামিদের গ্রেফতার এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে।এখনো এলাকায় থম থমে অবস্থায় বিরাজ করছে ।অন্যদিকে পুলিশ ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে । আজকের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়েছে কিনা এই প্রতিবেদন লেখা অবস্থায় জানা যায় নাই ।
এদিকে দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জ মো:জাহাঙ্গীর হোসেন (জাতিসংঘ শান্তি পদক ও আইজি ব্যাচ প্রাপ্ত) বলেছেন ,সাধারণ মানুষের যান মালের যেন কোনো ধরনের ক্ষতিসাধন না হয় সেই দিকটি চিন্তা করে আমরা দ্রুত গতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি । শ্রমিকরা কোনো ধরনের যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |