আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০১
মনির হোসেন জীবন-র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পাচারকালে মাদক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে প্রায় ৬৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা উদ্বার করে এলিট ফোর্স র্যাব। উদ্বারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ৫শ টাকা। এসময় দুটি প্রাইভেটকারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্বার মূলে জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২),শাওন (২১)ও মোঃ রানা (২৫)সহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কেন্দুয়া কাঞ্চনব্রীজ এলাকাস্থ তিন কন্যা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।
আজ র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, র্যাব-১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সংঘবদ্ধ একটি চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান কক্সবাজার থেকে বিশেষ কৌশলে (প্রাইভেটকারের সিলিন্ডারে) বহণ করে রাজধানীর দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-১ এর একটি চৌকস দল ওই মাদকবাহী চক্রের অনুসন্ধান শুরু করে। র্যাব জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫ টায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ২ টি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা কেন্দুয়া কাঞ্চনব্রীজ এলাকাস্থ তিন কন্যা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে দুটি প্রাইভেটকার আটক করে। পরে ওই গাড়ি থেকে মোঃ মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২),শাওন (২১)ও মোঃ রানা (২৫)সহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নোমান আহমদ জানান, এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ২ টি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত ১ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার পিস এবং অপর ১ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ২৩ হাজার ৭৬৫ পিস ও ১১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ (এক) কোটি তিরানব্বই লক্ষ ঊনআশি হাজার পাঁচশত টাকা। তিনি আরও জানান, এছাড়াও তাদের নিকট থেকে ৪ টি ড্রাইভিং লাইসেন্স, ৮ টি মোবাইল ফোন, ১ টি জাতীয় পরিচয়পত্র, ৪ টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬৬০ টাকা মূলে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। প্রথমে তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান সংগ্রহ করে। পরবর্তীতে তারা কক্সবাজারের একটি গ্যারেজে বিশেষ পদ্ধতিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা ঢুকিয়ে ঝালাই দিয়ে দেয়। তারা ইয়াবার চালান গুলো বিভিন্ন পরিবহণের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।
র্যাব বলছে, এ চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করে আসছিল। এছাড়া তারা অধিক মূনাফা উপার্জনের লোভে পড়ে মাদক ব্যবসায়ীদের ফাঁদে পা দিচ্ছে। তারা ইতিপূর্বে ৪/৬ টি ইয়াবার চালান একই কায়দায় রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |