আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৬
মনির হোসেন জীবন – রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় ইফতার পার্টির নামে গোপন বৈঠক করা কালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ বলছে, এদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ভাটারা থানায় একটি নাশকতার মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকালে নাশকতার মামলা দিযে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে তিন টার দিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান ৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের আটক করেছে। আজ তারা ৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দিয়ে আসামীদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে। বিস্তারিত ডিবি বলতে পারবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সূত্র বলছে, এরআগে, শুক্রবার সন্ধ্যায় ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সেখান থেকে ৮ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজিব সাংবাদিকদের জানান, জামাত শিবির নেতা সেলিম উদ্দিনসহ ৮ জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ, ডিবি পুলিশ ও আদালত সূত্র জানান, আটককৃতরা হলেন জামায়াত শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তর মহানগরী মজলিসের শুরার সদস্য ও বসুন্ধরা আবাসিক এলাকার আমীর আবুল বাশার (৪০), বসুন্ধরা আবাসিক এলাকা জামায়াতের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ (88), মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য আনোয়ারুল হক ওরফে আনোয়ার হোসেন মোল্লা (৬৩), সমর্থক শিব্বির আহম্মদ (৬০), ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৯), ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলী (৫৫) ও আব্দুল হাকিম সরকার (৬৩)। বাকীদের নাম জানা যায়নি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |