আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০০
বিডি দিনকাল ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যতই তালবাহানা করুক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যত ষড়যন্ত্রই সরকার করুক না কেন বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।
সোমবার শাহাজাহানপুরস্থ নিজ বাসভবনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-সাস্হ্য কামনায় শাহজাহানপুর থানা বিএনপি কতৃক আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে তারেক রহমান ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আব্বাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। এ আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করার আন্দোলন। এ আন্দোলন দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন।
তিনি বলেন, এই শাহাজাহানপুর থেকে এরশাদ বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলনের সূত্রপাত। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এইখান থেকেই শুরু হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন,দেশ এবং মানুষ বাঁচাতে আজ বিএনপিকেই ভূমিকা নিতে হবে।আর এই দলের যারা নেতাকর্মী আছেন তাদেরকে মুক্তযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হ
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম আসিফ (মির্জা শরীফ), সাবেক কমিশনার জনাব মির্জা খোকন,নযুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম।
উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব ও আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান ও লিটন মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামিলুর রহমান নয়ন ও সাইফুল্লাহ খালিদ রাজন, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইদ আহমেদ মিন্টু ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন ও সদস্য সচিব সাদ মোরশেদ পাপ্পা শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক কবির হোসেন ও সদস্য সচিব মো: আলামিন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা ও সদস্য সচিব নার্গিস, ১১ নং ওয়ার্ড বিএনপির বীর মুক্তিযোদ্দ্বা মনির হোসেন ও বাবলু, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মসুদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর বিএনপি-দক্ষিণ এর সদস্য ও দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |