আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪২
কুমিল্লা প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় রোড মার্চপূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন , পদত্যাগ না করলে রাজপথেই সরকারের পতনের ফয়সালা হবে।
তিনি বলেন, ‘‘ এই রোড মার্চের মধ্য দিয়ে আমরা সরকারকে সাফ জানিয়ে দিচ্ছি, এখনো সময় আছে পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করে দেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন, নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের ব্যবস্থা করেন।”
‘‘ অন্যথায় জনগন জানে কি করে স্বৈরাচার বিনাভোটের ক্ষমতা দখলকারী সরকারকে সরাতে হয়। সেজন্য জনগন আজকে রাস্তায় নেমেছে।”
‘ফয়সালা হবে কোথায়?’ শ্লোগান তুলেন বিএনপি মহাসচিব।
এই সময়ে হাজার হাজার নেতা-কর্মীরা সমস্বরে শ্লোগান তুলে ‘রাস্তায়, রাজপথে’।
মির্জা ফখরুল বলেন, ‘‘ রাজপথ দখল করে রাখতে হবে। শান্তিপূর্ণভাবে দখলে রাখতে হবে… বুঝেছেন।”
‘‘ ভবিষ্যতে যদি বাঁচতে চান, দেশকে যদি রক্ষা করতে চান, দেশকে যদি মুক্ত করতে চান আমাদের কোনো বিকল্প নাই এই জগদ্দলকে সরিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করা। আর কাল বিলম্ব নয়, আমাদেরকে জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং রাজপথ দখল করতে হবে। আসুন সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।”
‘রুপপুর প্রকল্প প্রসঙ্গে’
মির্জা ফখরুল বলেন, ‘‘ রুপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্পের জন্য ইউরিনিয়াম নিয়ে আসছে। আজকে এর উদ্বোধন হচ্ছে। ইউরোনিয়াম হচ্ছে ভয়ংক ভয়াবহ সেই কেমিক্যাল যে কেমিক্যাল যদি ব্লাস্ট করে তাহলে মাইলের পর মাইল ধবংস হয়ে যায়।বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্মের মানুষের ওপর তার বিরুপ প্রতিক্রিয়া হয়, মানুষ ক্ষতির মুখে পড়ে। চেরোনোবিলে এরকম বিস্ফোরণ ঘটেছিলো সেখানে মাইলের পর মাইল মানুষে ধবংসের মুখে পড়েছিলো।”
‘‘ আজকে কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা না রেখে এই সরকার শুধুমাত্র চুরি করার জন্য দুর্নীতির করার জন্য এই প্রকল্প করেছে যেটাতে সাধারণ মানুষ কোনো উপকার পাচ্ছে না।”
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে যুগপত আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কুমিল্লার কালা খন্দকার ফিলিং স্টেশনের সামনে থেকে এই রোড মার্চ শুরু হয়। রোডমার্চটি ফেনী হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হবে।
গত ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগ থেকে বিএনপি রোড মার্চ শুরু করে। এরপর ২৩ মার্চ বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ, ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ ও ৩ অক্টোবর ফরিদুর বিভাগে রোড মার্চ করে। কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের মধ্য দিয়ে ৬টি রোড মার্চের কর্মসূচি শেষ করতে যাচ্ছে বিএনপি।
কুমিল্লা দক্ষিন জেলার আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের হাসান জাফির তুহিন প্রমূখ বক্তব্য রাখেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |