আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০৬
বিডি দিনকাল ডেস্ক : রোববার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান।
১২ দলীয় জোটের লিয়াজো কমিটির সাথে বৈঠক এর পর সকল নেতৃবৃন্দদের সেহে নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ।
প্রথম ধাপে বিকেলে সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক হয় ১২ দলীয় জোটের নেতাদের সাথে। এ সময় ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম ও বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচি আবু হানিফ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ধাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন, মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।
এরই ধারাবাহিকতায় আগামীকাল ও কয়েকটি সমমনা দলেরসাথে বৈঠক করবে বিএনপি এমনটা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ।আগামী ১৬ মে পর্যন্ত অব্যাহতভাবে চলবে লিয়াজো কমিটির এই বৈঠক ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |