আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩১
কামরুল হাসান বাবলু : প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর দক্ষিণখান আজমপুর সুপারমার্কেট এলাকায় গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীন এর স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী আহম্মেদ স্মরণ সভার পর পরেই শহীদ তানভীনের বাবা সামসুজ্জামান’র হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারমেন জনাব তারেক রহমানের বিশেষ উপহার সামগ্রী তুলে দেন ।
ঢাকা মহানগর উত্তরের সাবেক দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক এর সঞ্চালনায় রুহুল কবির রিজভী আহম্মেদ বলেন, ‘আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে বিভিন্ন স্থানে রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন, তারাই ক্ষমতায় রয়ে গেছেন। তাই ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। ইউনিয়ন পর্ষদের চেয়ারমেনদের বহিস্কার করতে হবে। এরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পছন্দের ব্যক্তি হিসেবে সেখানে রয়েছে । জনগণের ভিটে নির্বাচিত জনপ্রতিনিধি নিয় । হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয়।’যতদ্রুত সম্ভব খুনি হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার করতে হবে । আর মনে রাখতে হবে এ দেশে ছাত্র-জনতার উপর যারা নির্বিচারে গুলি চালিয়ে গণ হত্যা করেছে , যারা ট্রাকে উঠিয়ে লাস পুড়িয়ে ফেলেছে এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই । এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে ।
রিজভী আহম্মেদ আরো বলেন, ‘বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সবশেষে ছাত্র-জনতার জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত, তাদের বিচার আগে করতে হবে। তা না হলে শহীদের আত্মা শান্তি পাবে না।’
প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে সকলের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সাপোর্ট করেছে। আর বাংলাদেশ ও ভারত সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত। ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে দিল্লি নিয়ে কথা বলার। ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের মানুষ আর কখনোই নতজানু হয়ে থাকবে না।’
দেশের বর্তমাণ অবস্থায় যতদ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানান রিজভী।
শহীদ তানভীনের পিতা সামসুজ্জামান ,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ,চৈতি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক আবুলকালাম আজাদ , বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক , রশিদ গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন ও সাবেক যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন , সাবেক সদস্য সালাম সরকা ও অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন , উত্তরা পূর্বথানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহের ,সহ ৫০ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |