আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪০
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় যৌথ অভিযানে গাঁজা উদ্ধারসহ মাদক সম্রাজ্ঞী তানিয়া খাতুন (৪৫) সহ মোঃ বাদশা (৪৫),ময়নাল (৭০) ও মো: শুভ (১৯)কে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৬ নভেম্বর ২০২৪ খ্রি.) ভোর আনুমানিক ৪:১৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন ওহাব কলোনী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ওহাব কলোনী এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে সবুজবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ৫২,৫০০ টাকা) ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা জব্দকৃত গাঁজা বেচাকেনার উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
প্রসঙ্গত, গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী তানিয়া খাতুন রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার ২০টি মাদক মামলার এজাহার নামীয় আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |