আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৬
ঢাকা : বিভিন্ন অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। এ ছাড়া আজ আরও ৩টি জায়গায় অভিযান চালানো হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, আজ রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিস্কুট ক্রয়ের ভুয়া ভাউচার তৈরিপূর্বক ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায়, সাবেক মেয়রের একান্ত সচিবের বিদায় অনুষ্ঠানে ইমপ্রেস্ট মানি ফান্ড থেকে ১ লাখ টাকা ব্যয়, প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে অত্যধিক মূল্যে ৩ হাজার ৬০০ টাকা কেজির বিস্কুট এবং ৩ হাজার ১৫০ টাকা কেজির কাজুবাদাম ক্রয় সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
সার্বিক পর্যালোচনায় ওই অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এনফোর্সমেন্ট টিম সংগৃহীত সকল রেকর্ডপত্র যাচাইপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়। (বাসস)
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |